২৯ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
এমপি শিরিন আখতারের সামনেই  অনুষ্ঠানের ব্যানার অপসারণ! ক্ষমা চাইলেন আয়োজকরা
  • Updated Sep 18 2023
  • / 285 Read


নিজস্ব প্রতিনিধি:
ফেনীর ফুলগাজীতে একটি মাদ্রাসা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের ভুলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নাম না লিখায় ওই ব্যানারটি অপসারণ করা হয়েছে। পরে ব্যানার ছাড়াই অনুষ্ঠানের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট মাদ্রাসা ভবন উদ্বোধন করেন ফেনী-১ আসনের এমপি ও স্থানীয় উপজেলা চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। 
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। বিষয়টিকে এমপি শিরীন আখতার ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমের বিরোধের প্রকাশ্যরূপ বলে প্রচার করা হয়। এনিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে আয়োজকরা জানিয়েছেন, এটি কাউকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়নি। ভুলবশত বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমের নাম ব্যানারে না লেখায় তা অপসারণ করা হয়েছে। এবিষয়ে আমরা অনুষ্ঠানেই ক্ষমা চেয়ে নিয়েছি। তারপরও বিষয়টি নিয়ে একটি পক্ষ নানা কুৎসা রটনা করে যাচ্ছে। 

রবিবার দুপুরের দিকে ফুলগাজী উপজেলার আমজাট হাট ইউনিয়নের নোয়াজ ফয়েজুন্নেসা ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটেছে। পরে ব্যানার ছাড়াই ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরীন আখতার এমপি। 
জানা যায়, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবন নির্মাণ কাজ শেষ হওয়ায় রবিবার ওই ভবন উদ্বোধনের জন্য আনুষ্ঠানিক দিনক্ষণ নির্ধারণ করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরীন আখতার। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আলিম। অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিম ব্যানারে তার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করলে তার অনুসারীরা তাৎক্ষণিক ওই ব্যানারটি অপসারণ করে খুলে নেন। অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আবুল হাসেম বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম ভূঞা, জেলা জাসদ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা জাসদ সভাপতি দুলাল বৈদ্য। 

তবে প্রতিষ্ঠানটির অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপির উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন। কিন্তুু তার ব্যানারে নাম ব্যানারে লেখা বাধ্যতামূলক নয়। তারপরও তিনি এমপির সামনে নাম লিখা নিয়ে যে রিয়েক্ট করেছেন তা অসৌজন্যতামূলক আচরণের সামিল।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম বলেন, অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে বিশেষ অতিথি করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানের স্টেইজের ব্যানারে নাম না দেওয়া ষড়যন্ত্রের অংশ। এমপির প্রতি আমার কোন প্রকারের ক্ষোভ বা অসন্তোষ নেই। কিন্তু যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কাউকে ছাড় দেয়া হবেনা। 
এবিষয়ে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জয়নাল আবেদীন বলেন, ব্যানারে ভুলবশত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের নামটি লেখা হয়নি। এজন্য আমরা ক্ষমা প্রার্থী। 

Tags :

Share News

Copy Link

Comments *